বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের শুভেচ্ছা বাণী দিয়ে যাত্রা শুরু করলো আবৃত্তি বিষয়ক অনলাইন সাময়িকী শ্রুতিকথা।
তিনি তাঁর বাণীতে লিখেছেন, …শ্রুতিকথা নামে আবৃত্তি নিয়ে একটি অনলাইন সাময়িকী যাত্রা শুরু করছে জেনে আমি আনন্দিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আবৃত্তিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি আবৃত্তিশিল্পীদের নিরলস চর্চা আবৃত্তিকে একটি স্বকীয় গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের কয়েকশত আবৃত্তি সংগঠনের কয়েক হাজার কর্মী একটি অসাম্প্রদায়িক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। এরকম সময়ে শ্রুতিকথার আগমন বাংলাদেশের আবৃত্তি আন্দোলন এবং শুদ্ধ সংস্কৃতি চর্চাকে বেগবান করবে এই প্রত্যাশা।
Leave a Reply